অক্টোবরে আসছে হেলো ৫: গার্ডিয়ানস

চলতি বছরের ২৭ অক্টোবর আসছে ‘হ্যালো ৫: গার্ডিয়ানস’। মাইক্রোসফট জনপ্রিয় ফার্স্ট-পারসন শুটিং ফ্রাঞ্চাইজের নতুন গেইমটি নিয়ে এই ঘোষণা দিয়েছে ২৯ মার্চ।

আব্দুল্লাহ জায়েদবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 March 2015, 12:00 PM
Updated : 30 March 2015, 12:00 PM

গেইমিংবিষয়ক সাইট গেইমসবিট ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, হেলো ৫: গার্ডিয়ানস নিয়ে লাইভ-অ্যাকশন অ্যাড প্রচার করছে মাইক্রোসফট। হেলো ফ্রাঞ্চাইজের নতুন গেইমটি চলতি বছরের শরতেই বাজারে আসবে বলে প্রত্যাশা ছিল গেইমারদের।

মাইক্রোসফট হেলো সিরিজের বেশিরভাগ গেইম নভেম্বর মাসে উন্মুক্ত করলেও হেলো ৫ উন্মুক্ত করছে এক মাস আগেই। তবে এবার গেইমিং বাজারে নিজের অবস্থান ধরে রাখতে নভেম্বরের আগেই মাইক্রোসফট হেলো ৫ বাজারজাত করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে গেইমসবিট।

এক্সবক্স ওয়ান কনসোলের জন্য গেইমারদের মধ্যে হেলো ৫ নিয়ে রয়েছে আকাশচুম্বী প্রত্যাশা। প্রতিদ্বন্দ্বী সনি ও নিনটেনডোর বিপরীতে হেলো সিরিজের গেইমগুলোকে বিবেচনা করা হয় মাইক্রোসফটের সবচেয়ে শক্তিশালী অস্ত্র হিসেবে।

এখন পর্যন্ত বিশ্বব্যাপী হেলো সিরিজের আগের গেইমগুলোর ৬ কোটি কপি বিক্রি করেছে মাইক্রোসফট। ধারণা করা হচ্ছে ‘হেলো ৫: গার্ডিয়ানস’-এর বদৌলতে বিক্রি বাড়বে এক্সবক্স ওয়ান কনসোলেরও।