এইচিটিসি ছাড়লেন ডিজাইন চিফ

তাইওয়ানিজ স্মার্টফোন নির্মাতা এইচটিসি থেকে পদত্যাগ করেছেন প্রতিষ্ঠানটির ডিজাইন বিভাগ প্রধান জোনা বেকার। অ্যাসোসিয়েট ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন হিসেবে সদ্য মুক্তিপ্রাপ্ত এইচটিসিওয়ান এম৯-এর ডিজাইনের দায়িত্বভার ছিল বেকারের উপরেই।

আব্দুল্লাহ জায়েদবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 March 2015, 11:24 AM
Updated : 29 March 2015, 11:24 AM

প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট এক প্রতিবেদনে জানিয়েছে, নিজস্ব টুইটার ফিডে এইচটিসি ছাড়ার ঘোষণা দেন বেকার। কোনো কারণ ব্যাখ্যা না করলেও ফলোয়ারদের তার পরবর্তী কাজের দিকে নজর রাখার আহ্বান জানিয়েছেন তিনি।

২০১৪ সালের এপ্রিলে স্কট ক্রয়েল ডিজাইন প্রধানের পদ ছাড়ার পর তার স্থলাভিষিক্ত হন বেকার। এক মাসের মধ্যে এইচটিসির কোনো শীর্ষ কর্মকর্তার সরে দাঁড়ানোর দ্বিতীয় ঘটনা এটি।

মার্চের তৃতীয় সপ্তাহে দীর্ঘদিনের সিইও পিটার চৌ-এর স্থলাভিষিক্ত হন প্রতিষ্ঠানটির সহ-প্র্রতিষ্ঠাতা চেরওয়াং। চৌয়ের অধীনে উদ্ধাবনী প্র্রযুক্তি ও ডিজাইনের জন্য আলাদা সুনাম অর্জন করেছিল এইচটিসি।