এবার থ্রিডি প্রিন্টেড কার চীনে

থ্রিডি প্রিন্টিং প্রযুক্তি ব্যবহার করে গাড়ি তৈরি করেছে চীনের প্রতিষ্ঠান সানইয়া সিহাই। থ্রিডি প্রিন্টারে গাড়ির চেসিস প্রিন্ট করতে ব্যবহার করা হয়েছে ‘টাইর‌্যান্ট গোল্ড’ ফিলামেন্ট, সময় লেগেছে পাঁচ দিন।

আজমল বশির শিহাববিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 March 2015, 04:07 PM
Updated : 27 March 2015, 04:07 PM

থ্রিডি প্রিন্ট প্রযুক্তিবিষয়ক সাইট থ্রিডি প্রিন্ট ডট কমের সূত্রমতে, ৫শ’ কেজির ওই গাড়িটি দৈর্ঘ্যে ১১.৯ ফুট এবং প্রস্থে সাড়ে পাঁচ ফুট। বিদ্যুতচালিত গাড়িটি বানাতে খরচ হয়েছে ১ হাজার ৭শ’ ৭০ মার্কিন ডলার।

টাইর‌্যান্ট গোল্ড ফিলামেন্ট দিয়ে বানানো এই গাড়িটি ঘন্টায় সর্বোচ্চ ৪০ কিলোমিটার বেগে চলতে সক্ষম।

প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, এর আগে ২০১৪ সালে বিশ্বের প্রথম থ্রিডি প্রিন্ট গাড়ি তৈরি করেছিল মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান লোকাল মটরস।