টুইটারে নতুন ফিল্টার

‘আক্রমণাত্মক’ টুইট ঠেকাতে মাইক্রোব্লগিং সেবা টুইটারে যোগ হচ্ছে নতুন ফিল্টার। আক্রমণাত্মক এবং নেতিবাচক টুইটগুলো লুকিয়ে রাখবে এই ফিচার।

আব্দুল্লাহ জায়েদবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 March 2015, 02:02 PM
Updated : 25 March 2015, 02:02 PM

ইয়াহু নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, টুইটারের এই নতুন ফিল্টার বিষয়ে জানিয়েছেন থিংকআপ সিইও ও ব্লগার অনিল দাশ। নোটিফিকেশন টাইমলাইন থেকে সবধরনের হুমকি, আক্রমণাত্মক টুইট এবং সন্দেহজনক অ্যাকাউন্ট থেকে পাঠানো টুইট সরিয়ে ফেলবে এই ‘কোয়ালিটি ফিল্টার’।

নতুন এই ফিল্টারের খবর নিশ্চিত করেছেন এই টুইটার মুখপাত্র। নির্দিষ্ট কিছু অ্যাকাউন্টের মালিকরাই আপাতত এই ফিচার ব্যবহার করতে পারছেন বলে জানিয়েছেন তিনি।

টুইটার ব্যবহারকারীরা অনলাইনে নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন অনেক দিন ধরেই। মাইক্রোব্লগিং সাইটটির জন্য সবচেয়ে বড় মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে এটি। হুমকি, আক্রমণাত্মক টুইটসহ নানা ইসু মোকাবেলায় নিজেদের ব্যর্থতা স্বীকার করে নিয়েছেন খোদ টুইটার প্রধান ডিক কস্টেলো।