টুইটারের নবম জন্মদিন

২০০৬ সালের ২১ মার্চ যাত্রা শুরু করেছিল মাইক্রোব্লগিং সেবা টুইটার। নয় বছরের ব্যবধানে টুইটার ‘ইন্টারনেট কৌতুহল’ থেকে পরিণত হয়েছে সামাজিক যোগাযোগ একটি জনপ্রিয় মাধ্যমে। এই মাইলফলককে উদযাপন করতে ৯ বছর বয়সী বাচ্চাদের নিয়ে একটি ভিডিও তৈরি করেছে প্রতিষ্ঠানটি।

মামুনুর রশীদ শিশিরবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 March 2015, 12:37 PM
Updated : 24 March 2015, 12:37 PM

প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবলের মতে, দশকের হিসেব না করলে একটি প্রতিষ্ঠানের ৯ বছরপূর্তী খুব একটা উল্লেখযোগ্য বিষয় নয়, তবে ভিডিওটির আদুরে বিষয়গুলোর কারণে তা এড়িয়ে যাওয়া কঠিন।

১ মিনিট ৮ সেকেন্ডের ওই ভিডিওটিতে বাচ্চাদের প্রশ্ন করা হয়, ৯ বছর বয়সী হবার সবচেয়ে প্রিয় বিষয়টি কি? কেউ বলেছে বড় হওয়ার আনন্দ, বড় হওয়ার কারণে অন্যরা গুরুত্ব দিতে শুরু করছে। নয় বছরে পা দেয়া মানেই দশ বছরের আরও একধাপ কাছে চলে আসা বলে মন্তব্য করেছে বাচ্চাদের কেউ কেউ।

ভিডিও মাধ্যমে প্রযুক্তি জগৎ আর ব্যবহারকারীদের কাছে নিজেদের অনুভূতিই প্রকাশ করার চেষ্টা করেছে টুইটার। সবশেষে ৯ বছর তাদের পাশে থাকার জন্য ব্যবহারকারীদের ধন্যবাদ জানিয়েছে প্রতিষ্ঠানটি।