অ্যান্ড্রয়েডে ‘স্মার্ট লক’ ফিচার

গুগলের মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডে যোগ হচ্ছে নতুন ‘স্মার্ট লক’ ফিচার। ডিভাইস হাত থেকে নামিয়ে রাখলেই সেটা অ্যক্সেলেরোমিটারের মাধ্যমে চিহ্নিত করে স্বয়ংক্রিয়ভাবে স্ক্রিন লক করে দেবে এই ফিচারটি।

আব্দুল্লাহ জায়েদবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 March 2015, 11:34 AM
Updated : 23 March 2015, 11:34 AM

সিনেট এক প্রতিবেদনে জানিয়েছে, নতুন ফিচারটিকে বলা হচ্ছে ‘অন-বডি ডিটেকশন’। নিজের হাতে বা পকেটে রাখলেও সেটা চিহ্নিত করতে পারবে ডিভাসটির এই নতুন ফিচার। আর হাত থেকে নামিয়ে রাখলে স্বয়ংক্রিয়বাবে লক হয়ে যাবে।

এই ফিচারের কারণে ডিভাইস মালিকের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা আরও কঠিন হবে অ্যান্ড্রয়েড ডিভাইস চোরদের জন্য। এর আগেও অ্যান্ড্রয়েড ডিভাইসে স্মার্ট লক ফিচার যোগ করেছিল গুগল। অ্যান্ড্রয়েড ৫.০ ললিপপের স্মার্ট লক ফিচার ‘ট্রাস্টেড ব্লুটুথ ডিভাইস’ আর ‘নিয়ার-ফিল্ড-কমিউনিকেশান (এনএফসি)’ চিহ্নিত করতে পারলে স্বয়ংক্রিয়ভাবে লক ডিসএবল করে দিত।

নতুন ফিচার নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি গুগল।