১৯০ দেশে ১১১ ভাষায় উইন্ডোজ ১০

চলতি গ্রীষ্মেই বিশ্বের ১৯০টি দেশে ১১১টি ভাষায় আনুষ্ঠানিক অভিষেক হবে মাইক্রোসফটের নতুন অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১০-এর। এক ব্লগ পোস্টে নতুন উইন্ডোজ নিয়ে এই খবর জানিয়েছেন মাইক্রোসফটের অপারেটিং সিস্টেম বিভাগের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট টেরি ম্যায়ারসন।

মামুনুর রশীদ শিশিরবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 March 2015, 05:41 AM
Updated : 21 March 2015, 05:42 AM

প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবলের প্রতিবেদন অনুযায়ী, ২০১৪ সালের সেপ্টেম্বরে উইন্ডোজ ১০ উন্মোচনের সময় ২০১৫ সালের শেষ দিকে এটি বাজারে আসবে বলে জানিয়েছিল মাইক্রোসফট।

উইন্ডোজ ১০-কে বিবেচনা করা হচ্ছে গত কয়েক বছরের মধ্যে মাইক্রোসফটের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পণ্য হিসেবে। তাই এর সাফল্য নিশ্চিত করতে চেষ্টার কমতি নেই এই সফটওয়্যার জায়ান্টের। বিনামূল্যে উইন্ডোজের নতুন সংস্করণটিতে আপগ্রেড করতে পারবেন উইন্ডেজ ৭ ও ৮ ব্যবহারকারীরা।

বেশ কিছু নতুন ফিচারও থাকবে উইন্ডোজ ১০-এ। থাকবে নতুন ব্রাউজার, যা ‘স্পার্টান’ কোডনেইম দিয়েই বেশি পরিচিত। অন্যদিকে স্পার্টানের অভিষেকে অনিশ্চিত হয়ে পরেছে ‘ইন্টারনট এক্সপ্লোরার’-এর ভবিষ্যত।