লাখ ডলারের হিরা-খচিত অ্যাপল ওয়াচ

১ লাখ ১৫ হাজার ডলার দামের হিরা-খচিত অ্যাপল ওয়াচ ‘লাক্স ওয়াচ ওমনি’ বাজারজাত করছে বিলাসবহুল প্রযুক্তিপণ্য ডিজাইনার প্রতিষ্ঠান ব্রিক। মূলত হাজার ডলার দামের অ্যাপল ওয়াচের স্টেইনলেস স্টিল কেসিং আর লিংক রিস্টব্যান্ড ১৮ ক্যারেটের স্বর্ণ আর হিরা দিয়ে ‘কাস্টোমাইজ’ করে তৈরি করা হয়েছে লাখ ডলার দামের লাক্স ওয়াচ ওমনি।

রেজওয়ান আহমেদ নাজিববিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 March 2015, 10:58 AM
Updated : 19 March 2015, 10:58 AM

প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, ৩৮ মি.মি ও ৪২ মি.মি দুটি আকারেই কিনতে পাওয়া লাক্স ওয়াচ ওমনি।  অ্যাপল ওয়াচ কাস্টোমাইজ করে তৈরি এই বিলাসবহুল ঘড়ির মূল মডেলের তিনটি সংস্করণ বাজারজাত করছে ব্রিক।  ১৮ ক্যারেটের ইয়েলো ও পিঙ্ক গোল্ড এবং প্লাটিনাম ব্যবহার করা হয়েছে ডিভাইসগুলোর কেসিং বানাতে।

বিলাসবহুল স্মার্টওয়াচটি প্রি-অর্ডারের জন্য খরচ করতে হবে ১০ হাজার ডলার। বিশ্ববাজারে অ্যাপল ওয়াচ অভিষেকের ৪ থেকে ৬ সপ্তাহ পর প্রি-অর্ডারের ডিভাইস হাতে পাবেন ক্রেতা।

আগ্রহী ক্রেতাদের জন্য একটি ‘সাশ্রয়ী’ মডেলও এনেছে ব্রিক। ৫০ হাজার ডলার দামের ‘লাক্স ওয়াচ ডিলাক্স’-এর কেসিংয়েও আছে ইয়েলো ও পিঙ্ক গোল্ড এবং প্লাটিনিয়ামের প্রলেপ।