এখানেই ডটকমের মোবাইল অ্যাপ

ব্যবহারকারীদের জন্য নতুন মোবাইল অ্যাপ চালু করেছে অনলাইন ক্লাসিফাইড অ্যাডের ওয়েবসাইট ‘এখানেই ডটকম’। গুগল প্লেস্টোরে পাওয়া যাচ্ছে সাইটটির অ্যান্ড্রয়েড অ্যাপ।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 March 2015, 11:42 AM
Updated : 18 March 2015, 11:42 AM

এক সংবাদবিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, অ্যাপটির মাধ্যমে ব্যবহারকারীরা ওয়েবসাইটের অফার দেখার সুযোগ পাবেন। আর মোবাইল অ্যাপেও আছে শহর, ক্যাটাগরি, তারিখ ও মূল্যের মতো ফিল্টারগুলো।

ব্যবহারকারীরা ছবি এবং বিবরণী দিয়ে অ্যাপের মাধ্যমে অ্যাড আপলোড করতে পারবেন। অ্যান্ড্রয়েড ফোনের জন্য গুগল প্লেস্টোর থেকে অ্যাপ ডাউনলোড করা যাবে বিনামূল্যে। ইতোমধ্যে অ্যাপটি ১০ হাজারেরও বেশিবার ডাউনলোড করা হয়েছে এবং ব্যবহারকারীদের গড় রেটিং ৪.৩ বলে জানিয়েছে এখানেই ডটকম।

এখানেই ডটকমের ওয়েবসাইট এবং অ্যাপে সব ফিচার বাংলা ও ইংরেজি উভয় ভাষায় দেখা সম্ভব। একটি ট্যাব ক্লিক করেই খুব সহজেই ভাষা পরিবর্তন করা সম্ভব।

এখানেই ডটকমের সেবা যেন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের ব্যবহারকারীদের কাছেও সহজে ব্যবহারযোগ্য হয়ে উঠে সেজন্য নতুন মোবাইল অ্যাপটি তৈরি করা হয়েছে বলে মন্তব্য করেছেন এখানেই ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা আরিল্ড ক্লোক্কারহৌগ।