দূরত্ব কমছে এক্সবক্স-উইন্ডোজের

উইন্ডোজ অপারেটিং সিস্টেম আর এক্সবক্স গেইমিং কনসোলের দূরত্ব কমিয়ে আনছে পণ্য দুটির নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট। নতুন এক্সবক্স লাইভ ‘সফটওয়্যার ডেভেলপমেন্ট কিট’ বা (এসডিকে) ব্যবহার করে গেইম নির্মাতারা এমন ‘ইউনিভার্সাল উইন্ডোজ ১০ অ্যাপ’ তৈরি করে পারবেন যা একই সঙ্গে এক্সবক্স ওয়ান গেইমিং কনসোল, পিসি, উইন্ডোজ ট্যাবলেট ও স্মার্টফোনে চলবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 March 2015, 12:29 PM
Updated : 5 March 2015, 12:29 PM

প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকোতে আয়োজিত গেইম ডেভেলপার্স কনফারেন্সে নতুন এক্সবক্স লাইভ এসডিকের ঘোষণা দেন এক্সবক্স প্রধান ফিল স্পেন্সার।

আপাতত সীমিত সংখ্যক ডেভেলপার এক্সবক্স লাইভ এসডিকে ব্যবহার করছেন। খুব শিগগিরই এর ব্যবহারকারীর সংখ্যা আরও বাড়বে বলে আশা করেছে মাইক্রোসফট। এই এসডিকে ব্যবহার করে উইন্ডোজ অ্যাপ নির্মাতাও তাদের অ্যাপগুলো সহজে এক্সবক্সের উপযোগী করেতে পারবেন।

চলতি বছরের জানুয়ারি মাসে অিুনষ্ঠিত উইন্ডোজ ১০ ইভেন্টে এক্সবক্স আর উইন্ডোজের দূরত্ব কমানোর ঘোষণা দিয়েছিল মাইক্রোসফট।