উইন্ডোজ ১০ চলবে নতুন লুমিয়ায়

স্পেইনের বার্সেলোনায় চলতি মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০১৫-তে নতুন দুই স্মার্টফোন, ‘লুমিয়া ৬৪০’ এবং ‘লুমিয়া ৬৪০ এক্সএল’ উন্মোচন করেছে মাইক্রোসফট।

আজমল বশির শিহাববিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 March 2015, 11:04 AM
Updated : 4 March 2015, 11:04 AM

চলতি বছরেই উভয় স্মার্টফোনের অপারেটিং সিস্টেম উইন্ডোজ ফোন ৮.১ থেকে উইন্ডোজ ১০-এ আপগ্রেড করা যাবে বলে আনুষ্ঠানিক ঘোষণায় জানিয়েছে মাইক্রোসফট।

লুমিয়া স্মার্টফোনের নতুন দুটি মডেলেই ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪০০ চিপসেট, কোয়াড-কোর ১.২ গিগাহার্টজের করটেক্স এ৭ সিপিইউ এবং অ্যাড্রিনো ৩০৫ জিপিইউ।

লুমিয়া ৬৪০-এর ডিসপ্লে ৫ ইঞ্চি। ২৫০০ মিলিঅ্যাম্প আওয়ার ব্যাটারি এবং ৮ মেগাপিক্সেল ক্যামেরা আছে এতে। আর লুমিয়া ৬৪০ এক্সএল-এ আছে ৫.৭ ইঞ্চির এইচডি ডিসপ্লে, ৩০০০ মিলিঅ্যাম্প-আওয়ার ব্যাটারি এবং ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা। এলইডি ফ্ল্যাশ, ফ্রন্ট ক্যামেরা আর লুমিয়া ক্যামেরা সফটওয়্যার আছে উভয় স্মার্টফোনে।

দুটি স্মার্টফোনেই অপারেটিং সিস্টেম আছে উইন্ডোজ ফোন ৮.১, যা চলতি বছরেই উইন্ডোজ ১০-এ আপগ্রেড করা যাবে বলে জানিয়েছে মাইক্রোসফট।

দুটি স্মার্টফোনেই থাকবে এক বছরের অফিস ৩৬৫ পার্সোনাল ফ্রি সাবস্ক্রিপশন, ১ টেরাবাইট ওয়ানড্রাইভ স্টোরেজ।

লুমিয়া ৬৪০ এক্সএল বাজারে আসবে মার্চ মাসে, লুমিয়া ৬৪০-এর জন্য অপেক্ষা করতে হবে এপ্রিল মাস পর্যন্ত।