আসবাবপত্রই যখন চার্জার!

ঘরের আসবাবপত্র দিয়ে চার্জিং স্টেশন আর তার ছাড়াই চার্জ করে নেওয়া যাবে মোবাইল ডিভাইস! স্পেনের বার্সালোনায় চলতি মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে এমনটাই ঘোষণা দিয়েছে সুইডিশ আসবাব নির্মাতা প্রতিষ্ঠান আইকিয়া।

আজমল বশির শিহাববিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 March 2015, 11:57 AM
Updated : 3 March 2015, 11:57 AM

এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সংবাদ সাইট ম্যাশএবল জানিয়েছে, কয়েকটি নিজস্ব মডেলের আসবাবপত্রে তার ছাড়াই বিদ্যুৎ সরবরাহের ‘কিউআই প্রযুক্তি’ যোগ করবে আইকিয়া। ওই আসবাবের উপর কোনো মোবাইল ডিভাইস রাখলেই সেটি স্বয়ংক্রিয়ভাবে চার্জ হবে।

হোটেল, রেস্টুরেন্ট এয়ারপোর্টের মতো ‘পাবলিক প্লেসে’ ডিভাইস চার্জ করতে কিউআই প্রযুক্তি ব্যবহারের চল আছে। স্যামসাংয়ের নতুন গ্যালাক্সি এস৬সহ বাজারের বেশ কিছু স্মার্টফোন কিউআই চার্জিং সাপোর্ট করে।

ওই প্রতিবেদন অনুযায়ী, এই প্রথমবার কোন আসবাব নির্মাতা প্রতিষ্ঠান বিল্ট-ইন তারহীন চার্জিং প্রযুক্তি ব্যবহার শুরু করল।

ওয়াল স্ট্রিট জার্নালের সূত্রমতে, বর্তমান মডেলের আসবাবপত্রে এ সুবিধা যোগ করতে ওয়্যারলেস চার্জিং কিট সরবরাহের পরিকল্পনা করেছে আইকিয়া। এই কিটগুলো ৩৪ ডলারে বিক্রি হবে। সাধারণ আসবাবপত্রের চেয়ে বিল্ট-ইন ওয়্যারলেস চার্জিং প্রযুক্তিযুক্ত আসবাবপত্রের দাম ২২ ডলার বেশি হবে।