ক্রিকেট বিশ্বকাপ ২০১৫ নিয়ে কুইজ অ্যাপ

ক্রিকেট বিশ্বকাপ ২০১৫ উপলক্ষ্যে কুইজ অ্যাপ ‘বাংলাক্রিক’ নিয়ে এসেছে ডেটা সফট সিস্টেম বাংলাদেশ লিমিটেড। ‘গুগল প্লে’ থেকে ডাউনলোড করা যাবে অ্যাপটি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 March 2015, 12:14 PM
Updated : 1 March 2015, 12:14 PM

ডেটা সফট সিস্টেম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশ দলের প্রতি ম্যাচের আগে অ্যাপটি থেকে কুইজে অংশ নিয়ে সঠিক উত্তরদাতাদের মধ্যে তিন জন পুরস্কার হিসেবে পাবেন পাওয়ার ব্যাংক, ১৬ জিবি মেমোরি কার্ড ও হেডফোন। 

সর্বোচ্চ সিরিজ বিজয়ীরা স্যামসাং স্মার্টফোন, পাওয়ার ব্যাংক ও স্পিকার পুরস্কার পাবেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। আর বিজয়ী প্রবাসী হলে পুরস্কার হিসেবে পাবেন সমমূল্যের ক্রেডিট যা দিয়ে বইপোকা থেকে বই কেনা যাবে।

বাংলাদেশ ক্রিকেট দলের প্রতিটি ম্যাচের সময়সূচীও পাওয়া যাবে অ্যাপটিতে। ম্যাচ শুরু হওয়ার আগে নোটিফিকেশন দিয়ে ব্যবহারকারীকে ম্যাচের ব্যাপারে মনে করিয়ে দেবে ওই অ্যাপ। 

এছাড়াও বাংলাদেশের বিশ্বকাপ মিশনের ইতিহাস, বিশ্বকাপে বাংলাদেশের অর্জন, খেলোয়ার ও দলের সর্বশেষ র‌্যাঙ্কিংসহ ম্যাচ সংক্রান্ত নানাবিধ তথ্য পাওয়া যাবে বাংলাক্রিকে।