ফ্যাশনমুখী অ্যাপল ওয়াচ

আসছে এপ্রিলেই বাজারে অভিষেক হওয়ার কথা রয়েছে টেক জায়ান্ট অ্যাপলের বহুল আলোচিত ‘অ্যাপল ওয়াচ’-এর। স্মার্টওয়াচটি নিয়ে প্রচারণাও শুরু করেছে অ্যাপল। তবে প্রচারণায় প্রযুক্তিভক্তদের তুলনায় গুরুত্ব পাচ্ছেন ফ্যাশন ভক্ত ক্রেতারা।

আজমল বশির শিহাববিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Feb 2015, 12:44 PM
Updated : 28 Feb 2015, 12:44 PM

প্রযুক্তিবিষয়ক সংবাদ সাইট ম্যাশএবল জানিয়েছে, যুক্তরাষ্ট্রভিত্তিক ফ্যাশন ও লাইফস্টাইল ম্যাগাজিন ‘ভোগ’-এ এসেছে অ্যাপল ওয়াচের সর্বশেষ বিজ্ঞাপনটি। ভোগের মার্চ ৬শ’ পৃষ্ঠার মাসের সংখ্যায় ১২ পৃষ্ঠা জুড়েই আছে অ্যাপল ওয়াচের বিজ্ঞাপন।

অক্টোবর মাসে ভোগ ম্যাগাজিনের চীন সংস্করণ দিয়েই শুরু হয়েছিল অ্যাপল ওয়াচের প্রচারণা। বাজারে ছাড়ার আগে সাধারণত নির্মাতারা প্রচারণা বাড়ায়। কিন্তু প্রচারণায় ফ্যাশনকে প্রাধান্য দিয়ে বিজ্ঞাপন বানানোর এমন প্রবণতা অ্যাপলের জন্য একটি ‘ভিন্ন কৌশল’ বলে মন্তব্য করেছে ম্যাশএবল।

‘অ্যাপল ওয়াচ’-কে কেবল প্রযুক্তিপণ্যের ভক্তদের মধ্যে নয়, মূল ধারার পণ্য হিসেবে বাজারজাত করতে চাইছে অ্যাপল; মন্তব্য করেছে ম্যাশএবল। এখন এই কৌশল কাজে লাগিয়ে অ্যাপল ওয়াচ বাজারে কতোটা প্রভাব ফেলতে পারবে, সেটাই দেখার বিষয়।