মোবাইল হ্যাক করতে পারেনি এনএসএ

যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে গোয়েন্দা সংস্থাগুলো মিলিতভাবে হ্যাক করেছে বিশ্বের বৃহত্তম সিম কার্ড নির্মাতা প্রতিষ্ঠান গেমাল্টোর সিস্টেম, এমনটাই বিশ্বাস প্রতিষ্ঠানটির। তবে ‘পুরোপারি’ সফল হতে পারেনি হ্যাকাররা।

মামুনুর রশীদ শিশিরবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Feb 2015, 10:10 AM
Updated : 27 Feb 2015, 10:10 AM

মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, ২০১০, ২০১১ সালের আক্রমণের সময় গেমাল্টো অপরাদীদের শনাক্ত করতে পারেনি। তবে আক্রমণগুলোর পেছনে এনএসএ এবং জিসিএইচকিউ-এর হাত থাকতে পারে বলে সন্দেহ করছে প্রতিষ্ঠানটি। বুধবার প্রকাশিত অভ্যন্তরীন তদন্তের রিপোর্ট প্রতিষ্ঠানটি দাবি করে, এনএসএ এবং যুক্তরাজ্যভিত্তিক সংস্থাদুটি মিলে প্রতিষ্ঠানটির সিস্টেম হ্যাক করে।

আরেক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, খুব বেশি কিছু চুরি করতে পারেনি হ্যাকাররা। প্রতিষ্ঠানটির এক বিশেষ ‘সিকিওর্ড ট্রান্সফার সিস্টেম’ এর কারণে হ্যাকাররা ব্যর্থ হয়। আর এনক্রিপশন কি চুরি করলেও হ্যাকাররা শুধু ২জি সংযোগগুলোর উপরই নজরদারি করতে পারবে। ৩জি এবং ৪জি সংযোগগুলোতে এ ধরনের আক্রমণের কোনো প্রভাব পরেনা।

নেদারল্যান্ডসভিত্তিক প্রতিষ্ঠানটি প্রতিবছর প্রায় ২শ’ কোটি সিম কার্ড বানায়। এটিঅ্যান্ডটি, টি-মোবাইল, ভেরাইজন, স্প্রিন্টসহ বিশ্বব্যাপী ৪৫০টি টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠান গেমাল্টোর তৈরি সিমকার্ড ব্যবহার করে। এ ছাড়া ক্রেডিট কার্ডের জন্যও চিপ তৈরি করে প্রতিষ্ঠানটি, যা প্রায় ৩ হাজার আর্থিক প্রতিষ্ঠানে ব্যবহৃত হয়, জানিয়েছে সিএনএন।