বইমেলায় তথ্য প্রযুক্তি সেবা

অমর একুশে গ্রন্থমেলা ২০১৫-এর দর্শনার্থীদের নানা তথ্য প্রযুক্তি সেবা দিচ্ছে বাংলা একাডেমি। মেলার প্রথম দিন থেকেই দর্শনার্থীরা বিনামূল্যে ওয়াই-ফাই সংযোগ সেবা পাচ্ছেন বলে জানিয়েছে মেলা ও বাংলা একাডেমির প্রযুক্তিগত সহযোগিতাকারী প্রতিষ্ঠান প্রফেশনালস সিস্টেমস।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Feb 2015, 12:59 PM
Updated : 25 Feb 2015, 12:59 PM

মেলার দুই অংশেই মূল মঞ্চের অনুষ্ঠান প্রোজেক্টরের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হচ্ছে মেলার দ্বিতীয় দিন থেকে।  মেলার সকল তথ্য, সংবাদ বিজ্ঞপ্তি, স্টল বিন্যাস, মানচিত্র, বাংলা একাডেমির প্রকাশিত বই সহ বিভিন্ন তথ্য বাংলা একাডেমির ওয়েব সাইট থেকে পাওয়া যাচ্ছে  বলে জানিয়েছে প্রফেশনালস সিস্টেমস।

প্রফেশনালস সিস্টেমস বাংলা একাডেমির প্রযুক্তিগত সকল প্রকার সহযোগিতা গত ৬ বছর ধরে দিয়ে আসছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী হাসিব রহমান।

শুরুতে ওয়েবসাইটে বইমেলা সংক্রান্ত বিভিন্ন তথ্যের অনুপস্থিতি থাকলেও এখন বাংলা একাডেমির মহাপরিচালকের সরাসরি তত্ত্বাবধানে ওয়েবসাইটের কাজ সঠিকভাবে চলছে বলে জানিয়েছেন তিনি।