অ্যান্ড্রয়েড অ্যাপ চলবে ব্ল্যাকবেরি ১০-এ

নতুন আপডেটের ফলে এখন একই সঙ্গে ব্ল্যাকবেরি অ্যাপ ও অ্যান্ড্রয়েড অ্যাপ চালাতে পারবে ব্ল্যাকবেরি ১০ ওএস ব্যবহারকারীরা। ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট ফিচারে সিরি আর কর্টানার সঙ্গে একটি নতুন মিটিং মোডও যুক্ত করা হয়েছে ব্ল্যাকবেরি ১০ অপারেটিং সিস্টেমে।

আজমল বশির শিহাববিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Feb 2015, 11:13 AM
Updated : 22 Feb 2015, 12:14 PM

এর আগে কেবল জেড ১০ মাডেলে অ্যান্ড্রয়েড অ্যাপ ব্যবহারের এই সুবিধা যুক্ত করা হয়েছিল। এবার সেটি অপারেটিং সিস্টেমের সঙ্গেই জুড়ে দেওয়া হল। ফলে নতুন সংস্করণের অপারেটিং সিস্টেম ব্যবহৃত হচ্ছে এমন সব মডেলের ব্ল্যাকবেরি সেটেই এই সুবিধা পাওয়া যাবে।

প্রযুক্তিবিষয়ক সংবাদ মাধ্যম সিনেট জানিয়েছে, বৃহস্পতিবার বাজারে ছাড়া ব্ল্যাকবেরি ১০ ওএস ১০.৩.১ অপারেটিং সিস্টেম দিয়ে ব্ল্যাকবেরি ওয়ার্ল্ড অ্যাপ স্টোরের সঙ্গে অ্যামাজন অ্যাপস্টোরেও অ্যাকসেস করা যাবে। এর ফলে ব্যবহারকারীরা অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করতে পারবেন। পাসপোর্ট,  জেড৩০,  জেড৩,  জেড১০,  কিউ১০,  কিউ৫,  পোরশে ডিজাইন পি’৯৯৮৩ আর পি’৯৯৮২সহ কয়েকটি ব্ল্যাকবেরি ১০ অপারেটিং সিস্টেমচালিত ডিভাইসে নতুন আপডেট ব্যবহার করা যাচ্ছে।

ব্ল্যাকবেরির প্রথম ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট ব্যবহারের মাধ্যমে ব্যবহারকারী কোনো কিছু লিখে আদেশ দিলে অ্যাসিস্ট্যান্ট নিরবে কাজ করে যাবে। আর ব্যবহারকারী মুখে বলে কোন আদেশ দিলে, অ্যাসিস্ট্যান্টও অডিও ফরম্যাটে জবাব দেবে। ‘ইনস্ট্যান্ট অ্যাকশনস’ নামের একটি নতুন অপশন আনা হয়েছে, যা ব্যবহারকারীর ইনবক্স গুছিয়ে রাখবে।

নতুন আপডেটে অন্যান্য ফিচারগুলো রয়েছে আগের মতোই। যোগ হয়েছে নতুন মিটিং মোড। এই মোড ব্যবহারের মাধ্যমে ব্যবহাকারী কোনো মিটিংয়ে ঢোকার সঙ্গে সঙ্গে ফোনটি সাইলেন্ট মোডে চলে যাবে এবং মিটিং থেকে বের হওয়ার পর আবার আপনাআপনি আগের অবস্থায় ফিরে আসবে।

মোবাইল ফোন বাজারে অনেকটা তলানিতে পড়ে থাকা অবস্থায় এই আপডেট নিয়ে এল ব্ল্যাকবেরি। নতুন ভার্সনটি ইতোমধ্যে ইউরোপ, মধ্যপ্রাচ্য, আফ্রিকা আর এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ব্যবহারকারীরা ব্যবহার করতে পারছেন। উত্তর আমেরিকার গ্রাহকদের এই আপডেটের জন্য আরও কয়েক সপ্তাহ অপেক্ষা করতে হবে।