গোপন ‘অ্যাডওয়্যার’ সরালো লেনোভো

ক্রেতাদের ক্ষোভের মুখে নিজস্ব ল্যাপটপ ও পিসি থেকে গোপন ‘অ্যাডওয়্যার’ সরাতে বাধ্য হয়েছে চীনের কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান লেনোভো। ‘সুপারফিশ’ নামের অ্যাডওয়্যারটি কম্পিউটারের জন্য নিরাপত্তা ঝুঁকির কারণ হয়ে দাঁড়াতে বলে আশঙ্কা করছিলেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা।

আজমল বশির শিহাববিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Feb 2015, 11:08 AM
Updated : 21 Feb 2015, 11:08 AM

অ্যাডওয়্যারটি যে প্রক্রিয়ায় গোপনে কম্পিউটারের ব্রাউজারের বিজ্ঞাপন দেখাচ্ছিল তার সঙ্গে ক্ষতিকারক ম্যালওয়্যারের মিল খুঁজে পেয়েছেন বিশেষজ্ঞরা।

এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, কেন এবং কতদিন ধরে কম্পিউটারগুলোতে ওই অ্যাডওয়্যার প্রি-ইনস্টল করা হচ্ছে এখন সেই প্রশ্নের মুখে পরেছে লেনোভো।

২০১৪ সালের অক্টোবর মাস থেকে ডিসেম্বর মাসের মধ্যে উৎপাদিত কম্পিউটারগুলোতে ওই অ্যাডওয়্যার ছিল বলে জানিয়েছে লেনোভো। ব্যবহারকারীদের অনলাইনে শপিংয়ে ‘সাহায্য’ করতেই অ্যাডওয়্যারটি ব্যবহার করা হচ্ছিল বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।

সারে ইউনিভার্সিটির নিরাপত্তা বিশেষজ্ঞ স্যার অ্যালান উডওয়ার্ড লেনোভোর এই অ্যাডওয়্যারকে ‘বিরক্তিকর’ বলে উল্লেখ করেছেন।

লেনোভো জানিয়েছে, “২০১৫ সালের জানুয়ারি থেকে নতুন কম্পিউটারগুলো থেকে সুপারফিস সরিয়ে নেওয়া হয়েছে।” একই সঙ্গে পুরানো কম্পিউটারগুলোতেও সুপারফিস নিষ্ক্রিয় করা হয়েছে বলে জানিয়েছে লেনোভো কর্তৃপক্ষ।