‘অ্যাক্সিস’ কিনছে ক্যানন

২শ’ ৮৩ কোটি ডলারের বিনিময়ে সুইডেনভিত্তিক সিকিউরিটি ক্যামেরা নির্মাতা প্রতিষ্ঠান অ্যাক্সিস এবি কিনছে ক্যানোন ইনকর্পোরেটেড। ব্যক্তিগত ক্যামেরা ব্যবসায় চলমান মন্দার কারণে নজরদারি পণ্যের বাজারে ব্যবসা বিস্তারে এই পদক্ষেপ নিয়েছে জাপানভিত্তিক ক্যামেরা নির্মাতা প্রতিষ্ঠানটি।

আজমল বশির শিহাববিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Feb 2015, 02:11 AM
Updated : 12 Feb 2015, 05:46 AM

ক্যানোনের বরাত দিয়ে সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, অ্যাক্সিসের সব শেয়ার কিনে নেওয়ার জন্য ২শ’ ৮৩ কোটি ডলারের প্রস্তাব দিয়েছিল ক্যানোন। আর ওই প্রস্তাব সর্বসম্মতভাবে গ্রহন করেছে অ্যাক্সিসের পরিচালনা পর্ষদ।

জানুয়ারি মাসে ক্যানন ২০১৪ সালের শেষ প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করে। শেষ প্রান্তিকে প্রতিষ্ঠানটির মুনাফা বাড়লেও তা আগের যে কোনো সময়ের তুলনায় নেহাতই কম বলে জানিয়েছে রয়টার্স। অফিস পণ্য থেকে আয় বাড়লেও ক্যামেরা ব্যবসায় সুবিধা করে উঠতে পারছে না প্রতিষ্ঠানটি।

অন্যদিকে ২০১৪ সালের শেষ প্রান্তিকে প্রায় ২০ কোটি ডলার মুনাফা অর্জন করেছে অ্যাক্সিস।