বিনামূল্যে উইন্ডোজ ১০

উইন্ডোজ ও উইন্ডোজ ফোন অপারেটিং সিস্টেমের সর্বশেষ সংস্করণ ব্যবহারকারীদের বিনামূল্যে উইন্ডোজ ১০ ব্যবহারের সুযোগ দেবে মাইক্রোসফট। মোবাইল ডিভাইসে যুগে নিজেদের অবস্থান শক্ত করতে বিনামূল্যে নতুন উইন্ডোজ ১০ সরবরাহের এই সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। 

আজমল বশির শিহাববিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Feb 2015, 11:13 AM
Updated : 1 Feb 2015, 11:13 AM

সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, চলতি বছরের দ্বিতীয়ার্ধে বাজারে ছাড়া হবে উইন্ডোজ ১০। উইন্ডোজ ৭, উইন্ডোজ ৮.১, উইন্ডোজ ফোন ৮.১ ব্যবহারকারীরা এক বছরের জন্য বিনামূল্যে উইন্ডোজ ১০ ব্যবহার করতে পারবেন।

উইন্ডোজ ১০ বিনামূল্যে সরবরাহ করলেও পরবর্তীতে অফিস সুট এবং ক্লাউডের মতো বিভিন্ন সেবার মাধ্যমে মাইক্রোসফট মুনাফা পুষিয়ে নেবে বলে উল্লেখ করা হয়েছে রয়টার্সের প্রতিবেদনে।

উইন্ডোজ ১০ উন্মোচনের সময় নতুন হলোগ্রাফিক লেন্স দেখিয়ে সবাইকে চমকে দিয়েছিল মাইক্রোসফট। অনেকটা তারহীন মুখোশের মতো দেখতে ‘মাইক্রোসফট হলোলেন্স’ নামের ডিভাইসটি উইন্ডোজ ১০-এর সঙ্গে একই সময়ে বাজারে ছাড়া হবে বলে জানিয়েছেন মাইক্রোসফটের এক নির্বাহী কর্মকর্তা।