প্রাইভেসি পলিসি পরিবর্তনে রাজি গুগল

অবশেষে ইউরোপে প্রাইভেসি পলিসি পরিবর্তনে রাজি হয়েছে ওয়েব জায়ান্ট গুগল। ব্যবহারকারীদের ডেটা কীভাবে সংগ্রহ করা হচ্ছে সে বিষয়টি ব্যবহারকারীদের কাছে আরও সহজ করে বলতে হবে প্রতিষ্ঠানটিকে।

আব্দুল্লাহ জায়েদবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Jan 2015, 01:02 PM
Updated : 31 Jan 2015, 01:02 PM

বিবিসি জানিয়েছে, যুক্তরাজ্যের ‘ইনফর্মেশন কমিশনার্স অফিস’ (আইসিও)-এর চাপের মুখে প্রাইভেসি পলিসিতে পরিবর্তন আনতে রাজি হয়েছে গুগল। শুধু যুক্তরাজ্য নয়, প্রাইভেসি পলিসি নিয়ে ইউরোপের আরও কয়েকটি দেশে চাপের মুখে আছে এই সার্চ জায়ান্ট। ধারণা করা হচ্ছে যুক্তরাজ্যের মতো অন্যান্য দেশেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতায় এসে প্রাইভেসি পলিসি পরিবর্তন করবে প্রতিষ্ঠানটি।

ওয়েবকেন্দ্রিক সেবা আর পণ্য থেকে সংগৃহিত ডেটা কীভাবে ব্যবহৃত হচ্ছে সে বিষয়টি গুগল সাধারণ ব্যবহারকারীদের কাছে সহজ করে উপস্থাপন করছে না বলে অভিযোগ ছিল আইসিওর।

২০১২ সালের মার্চ মাসে বিতর্কিত প্রাইভেসি পলিসি আপডেটের পর থেকেই এ বিষয়ে তদন্ত শুরু করেছিল আইসিওসহ সংশ্লিষ্ট ইউরোপিয়ান কর্তৃপক্ষ। ইউরোপব্যাপী চাপের মুখে অবশেষে প্রাইভেসি পলিসি আরও সহজবোধ্য করে লিখতে রাজি হয়েছে প্রতিষ্ঠানটি।