ব্রিটিশ স্টার্টআপকে নোকিয়ার হুমকি

ব্রিটিশ স্টার্টআপ প্রতিষ্ঠান লোডাউনঅ্যাপ লিমিটেডের বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছে ফিনল্যান্ডভিত্তিক আইটি পণ্য নির্মাতা নোকিয়া। ডিজিটাল পার্সোনাল অ্যাসিসট্যান্ট ‘লোডাউনঅ্যাপ’-এর চেকইন ফিচারে ‘হিয়ার’ (HERE) শব্দটির ব্যবহার নিয়েই আপত্তি প্রতিষ্ঠানটির।

আব্দুল্লাহ জায়েদবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Jan 2015, 01:00 PM
Updated : 31 Jan 2015, 01:00 PM

বিবিসি জানিয়েছে, ম্যাপিং ও নেভিগেশন সংশ্লিষ্ট অ্যাপে ‘হিয়ার’ শব্দটি ব্যবহার করে নোকিয়া। লোডাউনঅ্যাপের চেকইন ফিচারে একই শব্দের ব্যবহার সাধারণ ব্যবহারকারীদের বিভ্রান্ত করবে বলে দাবি তাদের।

‘হিয়ার’ ব্র্যান্ডের পেছনে এ পর্যন্ত ১২ লাখ ডলার খরচ হয়েছে বলে দাবি নোকিয়ার। লোডাউনঅ্যাপ নির্মাতাদের কাছে পাঠানো আইনী নোটিশে ২০১৫ সালের ১০ ফেব্রুয়ারির মধ্যে অ্যাপটিতে ‘হিয়ার’ শব্দটি ব্যবহার বন্ধ করতে বলা হয়েছে।

অ্যাপ স্টোরগুলো থেকে ‘হিয়ার’ স্ট্যান্ডঅ্যালোন অ্যাপ সরিয়ে নেওয়া হবে বলে নিশ্চিত করেছেন লোডাউনঅ্যাপ লিমিটেডের সিইও ডেভিড সিনিয়র। তবে লোডাউনঅ্যাপ থেকে ‘হিয়ার’ বাটনটিও সরানো হবে কি না সে বিষয়ে আইনজীবীদের কাছ থেকে পরামর্শ নিচ্ছেন বলে জানিয়েছেন তিনি।