ইশারাতেই ফটোকপি!

অফিসে ঢোকার সময় দরজার সামনে হাত নাড়তেই খুলে গেল দরজা! আবার অফিসের ফটোকপি মেশিন ব্যবহার করা হচ্ছে শুধু হাতের ইশারাতেই! জাদুকরের দেখানো কোনো জাদু নয়, আধুনিক প্রযুক্তির বদৌলতেই সম্ভব হচ্ছে এমন কাজ। অফিস কর্মীদের হাতের চামড়ার নিচে প্রতিস্থাপন করা আরএফআইডি চিপের মাধ্যমে দরজা খোলা থেকে শুরু করে ক্যান্টিনে খাবার কেনার পরীক্ষামূলক এই প্রকল্প চলছে সুইডেনে।

আজমল বশির শিহাববিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Jan 2015, 12:57 PM
Updated : 31 Jan 2015, 12:57 PM

বিবিসি জানিয়েছে, সুইডেনের একটি পুরো অফিস ব্লক জুড়ে চলছে আরএআইডি চিপ ব্যবহারের এই পরীক্ষামূলক প্রকল্প। প্রকল্পে অংশ নিচ্ছেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কর্মীরা। তাদের হাতের চামড়ার নিচে বসানো হয়েছে রেডিও-ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন (আরএফআইডি) চিপ। ছোট্ট এই চিপ কাজ করছে ব্যবহারকারীর ‘ডিজিটাল পরিচয়পত্র’ হিসেবে।

খুবই শিগগিরই আরও ৭শ’ কর্মীকে এই প্রযুক্তির আওতায় আনার পরিকল্পনা করেছেন এর নির্মাতারা। আপাতত এই চিপ দিয়ে শুধু দরজা খোলা আর ফটোকপি মেশিন ব্যবহার করা গেলেও পরবর্তীতে ক্যাফেতে হাতের একটি স্পর্শে বিল পরিশোধের মতো কাজগুলোও করা যাবে বলে জানিয়েছেন তারা।