৪৮৭ বাইটের পূর্ণাঙ্গ গেইম!

কম্পিউটারে খেলার জন্য বিশ্বের ক্ষুদ্রতম দাবা গেইম বানিয়েছেন ফরাসি প্রোগ্রামার ওলিভিয়ের পুদেদ, নাম “বুটচেস”। দাবা খেলার ওই গেইমটি আকারে মাত্র ৪৮৭ বাইট, চলবে উইন্ডোজ, ম্যাক ওএস এক্স এবং লিনাক্স অপারেটিং সিস্টেমনির্ভর কম্পিউটারে।

মামুনুর রশীদ শিশিরবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Jan 2015, 11:29 AM
Updated : 30 Jan 2015, 11:29 AM

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ৩৩ বছর ধরে ক্ষুদ্রতম কম্পিউটার চেস গেইমের রেকর্ডধারী “ওয়ানকে জেডএক্স চেস”-কে হটিয়ে দিয়েছে বুটচেস। ১৯৮১ সালে বাজারে আসা সিনক্লেয়ার জেডএক্স৮১ কম্পিউটারের গেইম ছিল ওই ওয়ানকে জেডএক্স চেস। কম্পিউটারটির র‌্যাম ছিল ১০২৪ বাইট।

গেইমটিতে দাবা গুটি হিসেবে আছে অক্ষর, যেমন পন এর জন্য পি (P) আর কুইন এর জন্য কিউ (Q)। বোর্ডের ফাঁকা ঘরগুলো বোঝানো হয়েছে ফুল স্টপ দিয়ে।

তবে ‘ক্যাসলিং’ করার সুযোগ নেই গেইমটিতে। ডেভিড হর্নের তৈরি ওয়ানকে জেডএক্স চেস গেইমটিতেও এই ফিচারটি ছিলনা।