লাভ বেড়েছে গুগলের, অথচ...

২০১৪ সালের শেষ প্রান্তিকে ওয়েব জায়ান্ট গুগলের মুনাফা হয়েছে ৪৭৬ কোটি ডলার, যা আগের বছরের শেষ প্রান্তিকের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেশি। মুনাফা বাড়লেও লক্ষ্যমাত্রার চেয়ে কম আয় করেছে প্রতিষ্ঠানটি।

আজমল বশির শিহাববিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Jan 2015, 11:27 AM
Updated : 30 Jan 2015, 11:27 AM

বিবিসি জানিয়েছে, ১৫ শতাংশ বেড়ে গুগলের আয় পৌঁছেছে ১৮শ’ কোটি ডলারে, যা শেষ প্রান্তিকে আরেক মার্কিন টেক জায়ান্ট অ্যাপলের অর্জিত মুনাফার প্রায় সমান।

বিশ্ববাজারে মার্কিন ডলার লেনদেনের হার সুবিধাজনক না হওয়ায় অন্যান্য মার্কিন প্রতিষ্ঠানের মতো আশানুরূপ আয় হয়নি গুগলেরও।

ডলার লেনদেনের হার মার্কিন প্রতিষ্ঠানগুলোর জন্য সুবিধাজনক হলে আয়ের পরিমাণ আরও ৫৪ কোটি ডলার বাড়তো বলে সর্বশেষ আর্থিক প্রতিবেদনে জানিয়েছে গুগল। সর্বশেষ প্রান্তিকে নিজস্ব নেটওয়ার্কে বিজ্ঞাপন থেকেও গুগলের আয় কমেছে ৩ শতাংশ।