রেকর্ড মুনাফায় অ্যাপল

পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে এক প্রান্তিকে সবচেয়ে বেশি মুনাফার নতুন রেকর্ড গড়েছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। প্রতিষ্ঠানটির চলতি আর্থিক বছরের প্রথম প্রান্তিকের নিট লাভের পরিমাণ দাঁড়িয়েছে ১৮শ’ কোটি ডলার।

আব্দুল্লাহ জায়েদবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Jan 2015, 11:56 AM
Updated : 29 Jan 2015, 12:07 PM

বিবিসি জানিয়েছে, অ্যাপলের এই রেকর্ড মুনাফার মূলে ছিল নতুন দুই আইফোনের ‘মারমার-কাটকাট’ বিক্রি। ২০১৪ সালের ২৭ ডিসেম্বর পর্যন্ত তিন মাসে প্রায় সাড়ে ৭ কোটি আইফোন বিক্রি করেছে অ্যাপল, যা ছাড়িয়ে গেছে বাজার বিশ্লেষকদের সব ধারণা।

তবে আইফোনের সাফ্যল্যের বিপরীতে চাহিদা কমেছে আইপ্যাডের। আগের বছরের তুলনায় ২০১৪ সালের শেষ তিন মাসের প্রান্তিকে আইপ্যাডের বিক্রি কমেছে ২২ শতাংশ।

এ ব্যাপারে ‘কাল্ট অফ ম্যাক’ ওয়েবসাইট সম্পাদক বুস্টার হাইনের বক্তব্য,--“এটা সত্যিই অবিশ্বাস্য! হলিডে সিজনে আইফোনের বিক্রি বাড়বে সবাই এমনটাই প্রত্যাশা করছিল। তাই বলে অ্যাপল ৭ কোটির বেশি স্মার্টফোন বিক্রি করবে এটা কেউই ভাবেনি।”

অ্যাপলের এই সাফল্যের পেছনে চীনের স্মার্টফোন বাজারের বড় অবদান রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। শেষ প্রান্তিকে চীনের বাজারে অ্যাপল শীর্ষ স্মার্টফোন বিক্রেতার আসন দখল করে নিয়েছে বলে জানিয়েছেন হাইন।