স্মার্টফোনে তুষারঝড়ের সতর্কবার্তা

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির বাসিন্দাদের আসন্ন তুষার ঝড় এবং প্রবল তুষারপাতে বন্ধ হয়ে যাওয়া সড়ক পথ সম্পর্কে আগেভাগেই সতর্ক করে দিচ্ছে স্মার্টফোনে আসা ওয়্যারলেস ইমার্জেন্সি অ্যালার্ট (ডব্লিউইএ)।

মামুনুর রশীদ শিশিরবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Jan 2015, 11:51 AM
Updated : 29 Jan 2015, 11:51 AM

প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, স্মার্টফোনে এই ডব্লিউইএ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারি সংস্থা ও স্থানীয় সরকার। মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠানগুলো বিনা খরচে সতর্কবার্তাগুলো পৌঁছে দিচ্ছে ব্যবহারকারীর কাছে।  

ডব্লিউইএর সবচেয়ে উল্লেখযোগ্য ফিচার-- স্মার্টফোনের ভলিউম কন্ট্রোল ‘ওভাররাইড’ করে এই সতর্কবার্তাগুলো। অর্থাৎ, স্মার্টফোন সাইলেন্ট করা থাকলেও ডব্লিউইএ মেসেজ আসলে ঠিকই বেজে উঠবে স্মার্টফোন।

বার্তাগুলো সাধারণ টেক্সট মেসেজের মতো নয় বলেই জানিয়েছে ম্যাশএবল। নোফিকেশনের টোনও ভিন্ন। ফলে বার্তাগুলো এড়িয়ে যাওয়া ‘ভার্চুয়ালি অসম্ভব’ বলে জানিয়েছে সাইটটি।