অ্যামাজন জাপানে পুলিশি অভিযান

শীর্ষ ই-কমার্স সাইট অ্যামাজনের টোকিও কার্যালয়ে অভিযান চালিয়েছে স্থানীয় পুলিশ। পুলিশ বাহিনীকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে দাবি করেছে অ্যামাজন কর্তৃপক্ষ।

আব্দুল্লাহ জায়েদবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Jan 2015, 12:09 PM
Updated : 28 Jan 2015, 12:09 PM

বিবিসি জানিয়েছে, অ্যামাজন স্টোরের মাধ্যমে শিশু নিপীড়নের ছবি আছে এমন বই বিক্রির অভিযোগ তদন্তে সাইটটির টোকিও কার্যালয়ে অভিযান চালিয়েছে স্থানীয় পুলিশ। একই মামলায় তদন্তের অংশ হিসেবে ২০১৩ সালের সেপ্টেম্বর মাসে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

এই নিয়ে দ্বিতীয়বার অভিযান চালানো হল অ্যামাজনের টোকিও কার্যালয়ে। একাধিক ব্যক্তি শিশু নিপীড়নের ছবি আছে এমন বই অ্যামাজনের জাপান স্টোর থেকে বিক্রির চেষ্টা করছে আবিষ্কার করার পর অভিযান চালায় টোকিও পুলিশ। 

“এই তদন্তকে আমরা গুরুত্বের সঙ্গে নিয়েছি এবং কর্তৃপক্ষকে সহযোগিতা করছি। আমরা আমাদের সাইটে অবৈধ বস্তু বেচা-কেনার অনুমতি দেই না।”--এক বিবৃতিতে জানিয়েছে অ্যামাজন।