এশিয়ার বৃহত্তম অ্যাপল স্টোর চীনে

শনিবার চীনের হাংজোউতে নতুন ‘অ্যাপল স্টোর’ খুলেছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। ধারনা করা হচ্ছে, এখন পর্যন্ত এশিয়ার মধ্যে এটি সবচেয়ে বড় অ্যাপল স্টোর।

মামুনুর রশীদ শিশিরবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Jan 2015, 12:58 PM
Updated : 26 Jan 2015, 12:58 PM

ম্যাশএবলের প্রতিবেদন অনুযায়ী, চীনা নববর্ষের আগেই মোট পাঁচটি অ্যাপল স্টোর চালু হবে চীনে। হাংজোউয়ের স্টোরটি এর মধ্যে একটি। চলতি মাসের শুরুতে জেংজোউতে একটি স্টোর চালু হয়েছে, শীঘ্রই চালু হবে আরো তিনটি, জানিয়েছে নাইনটুফাইফম্যাক।

বিশ্বের সবচেয়ে বড় স্মার্টফোনের বাজার হল চীন। চীনের বাজারে অ্যাপল পণ্যের প্রসার আরও বাড়ানোই নতুন অ্যাপল স্টোরগুলোর মূল উদ্দেশ্য। “আগামী দুই বছরের মধ্যে চীনে ২৫টি অ্যাপল স্টোর চালু করতে চাই”--২০১৪ সালে ঘোষণা দিয়েছিলেন অ্যাপল প্রধান টিম কুক।

তবে অ্যাপলের উপর চীন সরকারের পুরো আস্থা নেই বলেই জানিয়েছে ম্যাশএবল। চীন সরকার বিক্রির আগে সব অ্যাপলের সকল পণ্যের নিরাপত্তা ব্যবস্থা পরীক্ষা করবে শোনা যাচ্ছে এমনটাও।