মালয়েশিয়া এয়ারলাইন্সের সাইট হ্যাকড

সাইবার আক্রমণের শিকার হয়েছে মালয়েশিয়া এয়ারলাইন্সের অফিসিয়াল ওয়েবসাইট। ‘লিজার্ড স্কোয়াড – অফিসিয়াল সাইবার খিলাফত’ নামের হ্যাকারদের একটি দল এই ঘটনার মূল হোতা হিসেবে দায় স্বীকার করে নিয়েছে।

আজমল বশির শিহাববিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Jan 2015, 12:56 PM
Updated : 26 Jan 2015, 12:56 PM

ওয়েবসাইটটি হ্যাক করে হ্যাকাররা হোমপেইজে জ্যাকেট ও হ্যাট পরা একটি সরীসৃপের ছবি পোস্ট করেছে বলে জানিয়েছে বিবিসি। সাইবার আক্রমণের খবর স্বীকার করলেও গ্রাহকদের ডেটা ক্ষতিগ্রস্থ হয়নি বলে দাবি করেছে মালয়েশিয়ান এয়ারলাইন্স কর্তৃপক্ষ।

সোমবার সকালে ওয়েবসাইটের হোমপেইজে ‘৪০৪-প্লেইন নট ফাউন্ড’ আর ‘হ্যাকড বাই লিজার্ড স্কোয়াড’ লেখা পোস্ট করে দিয়েছিল হ্যাকাররা। প্রথমদিকে ‘আইএসআইএস উইল প্রিভেইল’ লেখাটি দেখা গেলেও পরে তা মুছে দেওয়া হয়।

২২ ঘণ্টার মধ্যে ওয়াবসাইটটি আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে বলে এক বিবৃতিতে দাবি করেছে মালয়েশিয়ান এয়ারলাইন্স কর্তৃপক্ষ।