অবশেষে ‘স্পার্টান’

অবশেষে বহুল আলোচিত ‘স্পার্টান’ ব্রাউজার উন্মোচন করেছে মার্কিন সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। বুধবার আনুষ্ঠানিকভাবে নতুন ব্রাউজার উন্মোচন করে এর বিভিন্ন ফিচার এবং কাজের ধরন নিয়ে আলোচনা করেন মাইক্রোসফটের অপারেটিং সিস্টেম গ্রুপের ভাইস-প্রেসিডেন্ট জো বেলিফিয়োরে।

আজমল বশির শিহাববিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Jan 2015, 12:41 PM
Updated : 25 Jan 2015, 12:41 PM

প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট এক প্রতিবেদনে জানিয়েছে, ‘প্রজেক্ট স্পার্টান’ ব্রাউজারের ‘রিয়াল টাইম অ্যানোটেশন’ ফিচার নিয়ে বিস্তারিত আলোচনা করেন বেলফিয়োরে। অ্যাপলের সাফারি ব্রাউজারের মতই ‘রিডিং মোড’-ও থাকবে মাইক্রোসফটের নতুন ব্রাউজারে।

‘রিডিং লিস্ট’ থাকবে স্পার্টানে। রিডিং লিস্টের কনটেন্ট অফলাইনেও অ্যাকসেস করা যাবে। অন্য উইন্ডোজ স্মার্টফোন বা ট্যাবলেটের স্পার্টান ব্রাউজার থেকে নিজস্ব অ্যাকাউন্টের মাধ্যমে যা পড়ার সুযোগ পাবেন ব্যবহারকারী। ব্রাউজারটিতে বিল্ট-ইন অ্যাপ হিসেবে থাকবে মাইক্রোসফটের ভয়েস অ্যাসিসট্যান্ট কর্টানা।

তবে কবে নাগাদ এটি বাণিজ্যিকভাবে ছাড়া হবে, সে ব্যাপারে কিছু জানায়নি মাইক্রোসফট।