আইফোন শিক্ষিত আর ধনীদের!

আইফোন ক্রেতারা কি অন্য স্মার্টফোন ক্রেতাদের চেয়ে বেশি ‘স্মার্ট’? অন্যদিকে যাদের সম্পদের পরিমাণ বেশি, তারাও কি বেশিরভাগই আইফোন চায়? ‘চিটিকা’ নামের এক বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠানের সাম্প্রতিক এক জরিপ এমনই রায় দিয়েছে।

রেজওয়ান আহমেদ নাজিববিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Jan 2015, 12:40 PM
Updated : 25 Jan 2015, 12:40 PM

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, অঞ্চলভেদে ক্রেতাদের সম্পদের পরিমাণ আর আইফোন বিক্রির হারের মধ্যে ‘লক্ষনীয় সম্পর্ক’ চিহ্নিত করেছে চিটিকা। মার্কিন যুক্তরাষ্ট্রের যে অঙ্গরাজ্যগুলোয় উচ্চশিক্ষিত অধিবাসীর সংখ্যা বেশি, সেখানে আইফোনেরও বিক্রিও বেশি বলে খোঁজ পেয়েছে প্রতিষ্ঠানটি।

আলাস্কা, মন্টানা আর ভারমন্টের মতো যে অঙ্গরাজ্যগুলোয় উচ্চশিক্ষার হার বেশি সেখানেই সবচেয়ে বেশি আইফোন বিক্রি হয়েছে। এখানে ‘উচ্চশিক্ষিত’ হিসেবে স্নাতক পর্যন্ত পড়েছেন এমন লোকদেরই বিবেচনা করেছে প্রতিষ্ঠানটি। বিত্তবান ক্রেতাদের মধ্যেও অ্যান্ড্রয়েড স্মার্টফোনের তুলনায় আইফোনই বেশি জনপ্রিয় বলে জানিয়েছে চিটিকা।

প্রায় একই ফলাফল এসেছে অন্যান্য প্রতিষ্ঠানের গবেষণা থেকেও। মার্কিন বাজারবিশ্লেষক প্রতিষ্ঠান স্লাইসের গবেষণা অনুযায়ী, আইফোন ৬ এবং আইফোন ৬ প্লাস বাজারে আসার পর প্রথম মাসে যারা স্মার্টফোন দুটি কিনেছেন তাদের প্রায় ৮০ শতাংশই ছিলেন ধনী ও শেতাঙ্গ পুরুষ। এদের মধ্যে ৬০ ভাগের গড় বার্ষিক আয় ৭৫ হাজার ডলারের বেশি।

বিশ্ববাজারে গুগলের অ্যান্ডয়েড অপারেটিং সিস্টেমচালিত স্মার্টফোনের বিক্রি সবচেয়ে বেশি হলেও একক স্মার্টফোন নির্মাতা হিসেবে মার্কিন বাজারে এখনও আধিপত্য ধরে রেখেছে অ্যাপল। যুক্তরাষ্ট্রের নাগরিকদের ব্যবহৃত স্মার্টফোনের ৪২ শতাংশই অ্যাপলের তৈরি আইফোন।