অ্যাডোবির ‘ইমার্জেন্সি প্যাচ’

অ্যাডোবি ফ্ল্যাশ প্লেয়ারের নিরাপত্তা ব্যবস্থার খুঁত ঠিক করতে জরুরীভিত্তিতে সফটওয়্যার প্যাচ ইসু করেছে সফটওয়্যার নির্মাতা অ্যাডোবি সিস্টেমস ইনকর্পোরেটেড।  ব্যপক হারে ফ্ল্যাশ সফটওয়্যারের বাগটির সুযোগ নিচ্ছিলো হ্যাকাররা।

আব্দুল্লাহ জায়েদবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Jan 2015, 05:18 AM
Updated : 25 Jan 2015, 05:18 AM

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, উইন্ডোজ, অ্যাপল ও লিনাক্স অপারেটিং সিস্টেমের জন্য অ্যাডোবি ফ্ল্যাশ সফটওয়্যারের কয়েকটি সংস্করণের বাগ সমস্যার সমাধান করবে নতুন সফটওয়্যার প্যাচ।

ভিডিও ও মাল্টিমিডিয়া কনটেন্ট দেখাতে সিংহভাগ ওয়েবসাইট অ্যাডোবি ফ্ল্যাশ প্লেয়ারের উপর নির্ভর করে। ফ্ল্যাশ প্লেয়ারের পুরানো সংস্করণের অনেকগুলোতেই ওই নিরাপত্তা খুঁত ছিল। তবে হ্যাকাররা উইন্ডোজ মেশিনের ইন্টারনেট এক্সপ্লোরার ব্রাউজার ব্যবহার করেই এর সুযোগ নিচ্ছিলো বলে জানিয়েছে বিবিসি।