অফিস সুটের নতুন সংস্করণ

চলতি বছরেই উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমের জন্য অফিস সুটের নতুন সংস্করণ আসবে বলে জানিয়েছে মাইক্রোসফট। নতুন সংস্করণটি টাচ প্রযুক্তিকেন্দ্রিক হবে বলে জানিয়েছে এই মার্কিন সফটওয়্যার জায়ান্ট।

>>বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Jan 2015, 02:05 PM
Updated : 24 Jan 2015, 02:06 PM

সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম চালিত স্মার্টফোন, ট্যাবলেট, টাচস্ক্রিন ল্যাপটপে চলবে ‘অফিস ইউনিভার্সাল অ্যাপ’। উইন্ডোজ ১০ চালিত ডিভাইসে ‘প্রি-ইনস্টলড’ অ্যাপ হিসেবে থাকবে নতুন অফিস অ্যাপ।

“আপনি আপনার কিবোর্ড আর মাউস একেবারেই মিস করবেন না।”-- এক ব্লগ পোস্টে নতুন অফিস সুট নিয়ে এমনটাই জানিয়েছে মাইক্রোসফট।

মাইক্রোসফটের সবচেয়ে সফল পণ্যগুলোর মধ্যে অফিস একটি। ২০১৪ সালে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের চেয়েও অফিস সুট থেকে বেশি আয় করেছে মাইক্রোসফট।