কুকের বেতন বাড়ল ৪৩ শতাংশ

অ্যাপল প্রধান টিম কুকের বেতন একবারেই বেড়েছে ৪৩ শতাংশ! ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে অ্যাপল সিইও’র বেতন ১৪ লাখ ডলার থেকে বাড়িয়ে পুনঃনির্ধারণ করা হয় ২০ লাখ ডলারে।

আব্দুল্লাহ জায়েদবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Jan 2015, 11:05 AM
Updated : 23 Jan 2015, 11:05 AM

শুধু বেতন নয়, ২০১৪ সালে কুকের মোট পারিশ্রমিক দ্বিগুণেরও বেশি বেড়ে ৯২ লাখ ডলারে পৌঁছেছে বলে জানিয়েছে বিবিসি। একই সময়ে প্রতিষ্ঠানটির অন্যান্য নির্বাহীদের বেতন গড়ে বেড়েছে ১৪ শতাংশ। প্রতিষ্ঠানটির বার্ষিক আর্থিক প্রতিবেদনে বেরিয়ে এসেছে এই তথ্য।

২০১৪ সালে বিশ্বব্যাপী প্রায় ৪ কোটি আইফোন বিক্রি করেছে অ্যাপল। মার্কিন শেয়ার বাজারে অ্যাপলের শেয়ার লেনদেনে হয়েছে রেকর্ড দামে।

এর আগে ২০১১ সালের নভেম্বর মাসে বেতন বেড়েছিল টিম কুকের। ওই বছরের অগাস্ট মাসেই অ্যাপলের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব বুঝে নেন তিনি।