স্পেসএক্সে যোগ হচ্ছে শত কোটি ডলার

একশ’ কোটি ডলারের নতুন বিনিয়োগ পেয়েছে ব্যক্তিমালিকানাধীন মহাকাশ পরিবহন সেবা প্রতিষ্ঠান স্পেসএক্স। প্রতিষ্ঠানটিতে এই নতুন বিনিয়োগ এসেছে ওয়েবজায়ান্ট গুগল আর বিনিয়োগকারী প্রতিষ্ঠান ‘ফিডেলিটি ইনভেস্টমেন্ট’-এর কাছ থেকে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Jan 2015, 11:34 AM
Updated : 21 Jan 2015, 11:34 AM

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, স্পেসএক্সের বর্তমান বাজার মূল্য ১ হাজার কোটি ডলার। প্রতিষ্ঠানটির প্রায় ১০ শতাংশ মালিকানা আছে গুগল ও ফিডেলিটি ইনভেস্টমেন্টের অধীনে। নতুন বিনিয়োগে পাওয়া অর্থ কৃত্রিম উপগ্রহ নির্মাণ ও মহাকাশ পরিবহন কেন্দ্রিক গবেষণার কাজে ব্যবহার করা হবে বলে জানিয়েছে স্পেসএক্স।

কৃত্রিম উপগ্রহ ব্যবহার করে পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সংযোগ পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছেন স্পেসএক্স প্রতিষ্ঠাতা ও মার্কিন অটোমোবাইল নির্মাতা টেসলা মটোর্সের প্রধান নির্বাহী ইলোন মাস্ক।

মঙ্গল জয়ের লক্ষ্য নিয়ে ২০০২ সালে স্পেসএক্স প্রতিষ্ঠা করেন ইলোন মাস্ক।

সাম্প্রতিক বছরগুলোতে ব্যক্তিমালিকানাধীন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠানগুলোর বাজারে নিজেদের উপস্থিতি বাড়িয়েছে গুগল। ২০১৪ সালের জুনে ৫০ কোটি ডলারে বিনিময়ে স্যাটেলাইট নির্মাতা স্কাইবক্স কিনে নেয় প্রতিষ্ঠানটি।