ভাড়ায় হ্যাকার!

‘ভাড়ায়’ পাওয়া যাচ্ছে পেশাদার হ্যাকার! হ্যাকারদের ‘সহযোগিতা’ প্রয়োজন হলে এই খাতের পেশাদারদের সঙ্গে যোগাযোগ করিয়ে দিচ্ছে ‘হ্যাকারস লিস্ট’ নামের একটি ওয়েবসাইট।

আজমল বশির শিহাববিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Jan 2015, 01:22 PM
Updated : 18 Jan 2015, 01:22 PM

প্রযুক্তিবিষয়ক সাইট জিডিনেট এক প্রতিবেদনে জানিয়েছে, নভেম্বরে চালু হওয়ার পর থেকে এখন পর্‍যন্ত হ্যাকারদের অনুসন্ধান করে চারশোর বেশি পোস্ট করা হয়েছে সাইটে। ৭০জন হ্যাকারের প্রোফাইল আছে সাইটটিতে, যদিও কার্যকর নেই এর সিংহভাগ।

“হ্যাকার ভাড়া করা কোনো কঠিন কাজ হওয়া উচিত নয়, আমরা বিশ্বাস করি একজন পেশাদার হ্যাকার খুঁজে পেয়ে ভাড়া করা একটি চিন্তামুক্ত ও সমস্যামুক্ত অভিজ্ঞতা হওয়া উচিত”-- বলা হয়েছে সাইটটিতে।

ওয়েবসাইটে কাজ পোস্ট করার পর পোস্টকারীর সঙ্গে যোগাযোগ করে কাজ অনুযায়ী পারিশ্রমিক দাবি করে হ্যাকাররা। পোস্ট করা প্রজেক্টভেদে এক ডলার থেকে শুরু করে কয়েক হাজার ডলার পর্যন্ত পারিশ্রমিক নির্ধারিত হয়।

ওয়েবসাইটটি নিউজিল্যান্ডে নিবন্ধিত বলে জানিয়েছে দ্য নিউইয়র্ক টাইমস। আইনী জটিলতা এড়াতে নিজের পরিচয় গোপন রেখেছেন সাইটটির প্রতিষ্ঠাতারা।