ফিরেছে প্লেস্টেশন নেটওয়ার্ক

সাইবার আক্রমণের শিকার হয়ে টানা কয়েকদিন বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে প্লেস্টেশনের অনলাইন গেইমিং নেটওয়ার্ক। রোববার থেকে ‘প্লেস্টেশন নেটওয়ার্ক’ আবারও চালু হয়েছে বলে নিশ্চিত করেছে জনপ্রিয় প্লেস্টেশন গেইমিং কনসোলটির নির্মাতা সনি।

আজমল বশির শিহাববিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Dec 2014, 11:40 AM
Updated : 29 Dec 2014, 11:40 AM

এবারের বড়দিন সন্ধ্যায় সাইবার আক্রমণের শিকার হয় সনির প্লেস্টেশন নেটওয়ার্ক। লিজার্ড স্কোয়াড নামের একদল হ্যাকার ওই হামলার দায় স্বীকার করলেও, এর সত্যতা যাচাই করতে পারেনি মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

অনলাইনে এক বিবৃতিতে সনি এন্টারটেইনমেন্টের ভাইস প্রেসিডেন্ট ক্যাথরিন জেনসেন বলেন, “ছুটির দিনগুলোতে প্লেস্টেশন নেটওয়ার্ক সহ কয়েকটি গেইমিং সার্ভিস সাইবার আক্রমণের শিকার হয়।” এতে সাইটগুলোর সংযোগ এবং অনলাইন গেইমিংয়ে বিঘ্ন ঘটার খবর নিশ্চিত করেছেন তিনি। 

শুধু সনির প্লেস্টশন নেটওয়ার্ক নয়। বড়দিনে সাইবা আক্রমণের শিকার হয়েছিল মাইক্রোসফটের এক্সবক্স লাইভ নেটওয়ার্ক। এ ব্যাপারে এফবিআই তদন্ত চালাচ্ছে বলে জানিয়েছে সংস্থাটির মুখপাত্র জেনি শিরার।