এবার সাইবার হামলার লক্ষ্য ‘টর’

প্লেস্টেশন আর এক্সবক্সর নেটওয়ার্কে হামলার পর এবার অনলাইনে নিজের পরিচয় গোপন রেখে ইন্টারনেট ব্যবহারের সফটওয়্যার ‘টর’ ব্যবহারকারীদের উপর সাইবার আক্রমণ চালাচ্ছে হ্যাকারদের দল লিজার্ড স্কোয়াড।

আজমল বশির শিহাববিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Dec 2014, 02:41 PM
Updated : 27 Dec 2014, 02:41 PM

‘টর’-এর সঙ্গে পরিচিত নন সিংহভাগ ব্যবহারকারী। তবে ইন্টারনেট ব্যবহারের সময় নিজের পরিচয় গোপন রাখতে চান এবং বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা এবং হ্যাকারদের নজরদারি এড়াতে চান, এমন ব্যবহারকারীদের অনেকেই টর সফটওয়্যার ব্যবহার করেন।

টর কর্তৃপক্ষের বরাত দিয়ে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, লিজার্ড স্কোয়াডের সাইবার আক্রমণ এখনও টর নেটওয়ার্কের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়ায়নি। হ্যাকারদের দৌরাত্ব টর ব্যবহারকারীদের জন্য বড় কোন হুমকি হিসেবে আত্মপ্রকাশ করার আগেই হ্যাকারদের নেটওয়ার্ক থেকে সড়ানোর চেষ্টা চলছে বলে এক বিবৃতিতে জানিয়েছে টর কর্তৃপক্ষ।

নিরাপত্তা বিশেষজ্ঞরা শুক্রবার বিকেলে লিজার্ড স্কোয়াডের আক্রমণ চিহ্নিত করেন বলে জানিয়েছে ম্যাশএবল ডটকম।