অ্যামাজন ফায়ার ফোনে আপডেট

অভিষেকের ছয় মাস পর ‘ফায়ার ফোন’-এর জন্য নতুন সফটওয়্যার আপডেট ইসু করেছে অ্যামাজন। নতুন আপডেটে স্মার্টফোনে যোগ হয়েছে বেশ কিছু নতুন ও আধুনিক সুবিধা।

আজমল বশির শিহাববিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Dec 2014, 12:42 PM
Updated : 26 Dec 2014, 12:42 PM

এবিসি নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে নতুন ফিচারগুলোর মধ্যে আছে ইংরেজি, ফ্রেঞ্চ, ইটালিয়ান, জার্মান ও স্প্যানিশ ভাষার টেক্সট ট্রান্সলেশন, দুই হাজার বিখ্যাত চিত্রকর্ম চিহ্নিত করার ফিচার ‘ফায়ারফ্লাই’।

আরও আছে বেস্ট শট ফিচার যা একসঙ্গে একই ছবির তিনটি সংস্করণ তোলে। তিনটি ছবি থেকে নিজের পছন্দমতো সেরা ছবিটি বেছে নিতে পারবেন ব্যবহারকারী।

‘ফায়ার ফোন’ নিয়ে শুরু থেকেই ব্যবহারকারীদের মধ্যে আগ্রহ সৃষ্টি করার চেষ্টা করলেও অভিষেকের পর তেমন সাড়া পায়নি স্মার্টফোনটি। স্মার্টফোন প্রযুক্তির জগতে ফায়ার ফোন একটি ‘বড় অগ্রগতি’ বলে দাবি করে আসছে অ্যামাজন।

তবে সমালোচকদরে মতে যতোটা না স্মার্টফোন, তার থেকে বেশি ‘শপিং মেশিন’ এটি।