ভুয়া পণ্য ঠেকাতে আলিবাবার তৎপরতা

ভুয়া ও জাল পণ্য ঠেকাতে উঠে পড়ে লেগেছে চীনের শীর্ষ ই-কমার্স সাইট আলিবাবা। এজন্য ২০১৩ সালের শুরু থেকে চলতি বছরের নভেম্বর মাস পর্যন্ত ১৬ কোটি ডলার ব্যয় করেছে প্রতিষ্ঠানটি।

আজমল বশির শিহাববিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Dec 2014, 01:15 PM
Updated : 24 Dec 2014, 01:15 PM

অনলাইনে নিজেদের সাইটের ১০ শতাংশ পণ্যই ভুয়া ও সন্দেহজনক হওয়ায় এই ইসু নিয়ে গুরুত্বের সঙ্গেই কাজ করছে আলিবাবা কর্তৃপক্ষ। ইতোমধ্যে আলিবাবার হয়ে ভুয়া পণ্য ঠেকাতে প্রতিদিনকার অনলাইন নজরদারি প্রকল্পে ৫ হাজার ৪শ’ জন স্বেচ্ছাসেবী কাজ করছে কলে জানিয়েছে বিবিসি।

এই প্রকল্পের আলিবাবার নিজস্ব বেতনভুক্ত কর্মচারীর সংখ্যা ২ হাজার। আগামী বছর এতে আরও ২শ’ কর্মী নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছে বিবিসি। এ ব্যাপারে আলিবাবার প্রধান নিবার্হী জোনাথন লু এক বিবৃতিতে বলেন, “জালপণ্যের বিরুদ্ধে তৎপরতা আমাদের গুরু দায়িত্ব।”

মার্কিন সরকারের এক প্রতিবেদন অনুযায়ী, ২০১৩ অর্থবছরে যুক্তরাষ্ট্র কাস্টমসে আটকে পড়া ৯৩ শতাংশ পণ্যই চীন ও হংকংয়ের ভুয়া পণ্য। কেবল চলতি বছরেই সহস্রাধিক জাল পণ্যের মামলায় চীনা সরকারকে সহযোগিতার দাবি করেছে আলিবাবা।