বিটকয়েনের অবৈধ লেনদেনে কারাদণ্ড

বিটকয়েনের মাধ্যমে কালোবাজারি লেনদেনের অভিযোগে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে বিটকয়েন ফাউন্ডেশনের সাবেক ভাইস প্রেসিডেন্ট চার্লি শ্রেমকে। মাদক দ্রব্য এবং অবৈধ লেনদেনের কালোবাজারি সাইট সিল্ক রোডে বিটকয়েনের মাধ্যমে ১০ লাখ ডলার লেনদেনে পরোক্ষ সহযোগিতার অভিযোগে শ্রেমকে এই শাস্তি দিয়েছে যুক্তরাষ্ট্রের আদালত।

আব্দুল্লাহ জায়েদবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Dec 2014, 10:57 AM
Updated : 20 Dec 2014, 10:57 AM

রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি মাসে সিল্ক রোডের সঙ্গে লেনদেনে সংশ্লিষ্টতার অভিযোগ আনা হয় শ্রেমের বিরুদ্ধে। ২০১৩ সালের অক্টোবর মাসে সিল্ক রোড বন্ধ করে দেয় মার্কিন আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী।

মামলার রায়ে মার্কিন ডিস্ট্রিক্ট জাজ জেড রাকফ বলেন, “অনিচ্ছাকৃত ভুল করেছেন, এমন কোনো তরুণ নন শ্রেম। বরং উৎসাহের সঙ্গেই মাদক দ্রব্য কেনাবেচার লেনদেনের সঙ্গে সংশ্লিষ্ট হয়েছিলেন তিনি।”

আত্মপক্ষ সমর্থনের সময় শ্রেমের আইনজীবীরা বলেন সিল্ক রোডের পক্ষ নিয়ে নয়, বিটকয়েনের প্রচার ও ব্যবহার বাড়াতেই ওই লেনদেনে অংশ নিয়েছিলেন শ্রেম।