গুগল সার্চ ২০১৪: শীর্ষে নায়লা নাঈম

বাংলাদেশিদের মধ্যে এ বছর গুগল সার্চে শীর্ষে ছিলেন মডেল অভিনেত্রী নায়লা নাঈম। চলতি বছরের ‘ইয়ার ইন সার্চ’ প্রতিবেদন প্রকাশ করেছে সার্চ জায়ান্ট গুগল। ওই প্রতিবেদনে শীর্ষ ১০-এ আরো রয়েছেন সংগীত শিল্পী আঁখি আলমগীর।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Dec 2014, 01:44 PM
Updated : 17 Dec 2014, 01:44 PM

গুগলের প্রতিবেদনে স্থান পেয়েছে বাংলাদেশিরা যেসব বিষয় আর ব্যক্তিদের নিয়ে সবচেয়ে বেশিবার অনুসন্ধান চালিয়েছেন সেই তালিকা। বুধবার গুগল আনু্ষ্ঠানিকভাবে তালিকাটি প্রকাশ করে।

গুগল সার্চ ইঞ্জিনের সাহায্য নিয়ে আন্তর্জাতিক ব্যবহারকারীরা যে বিষয়গুলো নিয়ে সবচেয়ে বেশি অনুসন্ধান করেছেন তার তালিকাও রয়েছে ওই একই প্রতিবেদনে।

গুগল বাংলাদেশের দেওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশিদের অনুসন্ধানকৃত বিষয়গুলোর মধ্যে শিক্ষাবিষয়ক অনুসন্ধানই ছিল বেশি। চলতি বছরে সবচেয়ে বেশিবার সার্চ করা হয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল। বাংলাদেশ থেকে সবচেয়ে বেশিবার যে বিষয়গুলো নিয়ে সার্চ ইঞ্জিনের মাধ্যমে অনুসন্ধান চালানো হয়েছে তার মধ্যে শীর্ষ দশ হল-

১. এসএসসি ফলাফল ২০১৪

২. এইচএসসি ফলাফল ২০১৪

৩. বিশ্বকাপ ২০১৪

৪. সোনালী ব্যাংক

৫. জনতা ব্যাংক

৬. এনটিআরসিএ

৭. আইপিএল ২০১৪

৮. কিক

৯. ব্যাং ব্যাং

১০. ঈদ এসএমএস

বাংলাদেশ থেকে গুগল সার্চ ইঞ্জিনে সবচেয়ে বেশিবার যেসব ব্যক্তিকে নিয়ে অনুসন্ধান চালিয়েছেন সেই তালিকার শীর্ষ দশ হল:

১. জেনিফার লরেন্স

২. রবিন উইলিয়ামস

৩. সুচিত্রা সেন

৪. জেমস রদ্রিগুয়েজ

৫. নায়লা নাঈম

৬. অমৃতা অরোরা

৭. কৃতি শ্যানন

৮. আঁখি আলমগীর

৯. অর্পিতা খান

১০. নেইমার

শুধু বাংলাদেশিদের নিয়ে নয়, যে বিষয় বা ব্যক্তিদের নিয়ে পুরো পৃথিবীর মানুষ সবচেয়ে বেশিবার গুগল সার্চ করেছেন, তৈরি হয়েছে সেই তালিকাও। শুরুতেই আছেন প্রয়াত অস্কারজয়ী অভিনেতা রবিন উইলিয়ামস। গুগলের সেই ‘শীর্ষ ১০ আন্তর্জাতিক অনুসন্ধান ২০১৪’ হল:    

১. রবিন উইলিয়ামস

২. বিশ্বকাপ

৩. ইবোলা

৪. মালয়েশিয়ান এয়ারলাইন্স

৫. এএলএস আইস বাকেট চ্যালেঞ্জ

৬. ফ্ল্যাপি বার্ড

৭. কনচিতা ওরস্ট

৮. আইএসআইএস

৯. ফ্রোজেন

১০. সোচি অলিম্পিক