অ্যাপল পে’র বিকল্প খুঁজছে স্যামসাং

প্রধান প্রতিদ্বন্দ্বী অ্যাপলকে টেক্কা দিতে এবার নাকি মোবাইল পেমেন্ট সেবা প্রকল্প নিয়ে কাজ করছে স্যামসাং। অ্যাপলের মোবাইল পেমেন্ট সেবা ‘অ্যাপল পে’র বিকল্প ব্যবস্থা চালু করতে চুপিসারে একটি স্টার্টআপ প্রতিষ্ঠানের সঙ্গে নাকি কাজ করছে দক্ষিণ কোরিয়ার এই ইলেকট্রনিক্স জায়ান্ট প্রতিষ্ঠানটি।

আব্দুল্লাহ জায়েদবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Dec 2014, 12:24 PM
Updated : 17 Dec 2014, 12:24 PM

প্রযুক্তিবিষয়ক সাইট রিকোডের বরাত দিয়ে ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, ডেবিট/ক্রেডিট কার্ড ছাড়াই মোবাইল ডিভাইস ব্যবহার করে কেনাকাটা করার মোবাইল পেমেন্ট সেবা চালু করতে ‘লুপে’ নামের একটি স্টার্টআপ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করার চেষ্টা করছে স্যামসাং।

নিয়ার-ফিল্ড কমিউনিকেশান(এনএফসি) প্রযুক্তি ব্যবহার করে অ্যাপল পে। অক্টোবর মাসে বাজারে অভিষেকের পর শুরুতে কিছু প্রতিবন্ধকতার মুখে পড়লেও সমালোচকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছে মোবাইল পেমেন্ট সেবাটি। এটিকে সবচেয়ে নিরাপদ পেমেন্ট প্লটফর্ম হিসেবেও আখ্যা দিয়েছে বিশেষজ্ঞদের কেউ কেউ।

আর ‘অ্যাপল পে’ দিয়ে মোবাইল পেমেন্ট সেবার উঠতি বাজারে অ্যাপল শক্ত অবস্থান গড়ার আগেই স্যামসাংও নিজস্ব সেবা দিয়ে নিজের অবস্থান তৈরি করে নিতে চাইছে বলে মন্তব্য করেছে ম্যাশএবল ডটকম।