রাশিয়া থেকে প্রকৌশলী সরাচ্ছে গুগল

রাশিয়া কার্যালয় থেকে প্রকৌশলীদের সরিয়ে নিচ্ছে গুগল। প্রকৌশলীদের সরিয়ে নেওয়ার খবর নিশ্চিত করলেও রাশিয়ান গ্রাহকদের সেবা অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

শাহরিয়ার হাসান পরশ, বিডিনিউজটোয়েন্টিফোরডটকমবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Dec 2014, 05:24 PM
Updated : 14 Dec 2014, 05:24 PM

এর আগেও বিভিন্ন দেশে প্রকৌশলীদের স্থানান্তর করা হয়েছে বলে বিবিসিকে জানিয়েছে গুগল। তবে প্রতিষ্ঠানটির বিক্রয়, বাজারজাতকরণ ও গ্রাহক সেবা বিভাগের কর্মীরা নিজ কর্মস্থলে বহাল থাকবে বলে ওয়াল স্ট্রিট জার্নালকে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ঠিক কতজন কর্মীকে রাশিয়া থেকে নরিয়ে নেওয়া হচ্ছে সে ব্যাপারে মুখ খোলেনি ওয়েব জায়ান্ট প্রতিষ্ঠানটি। 

চলতি বছরের জুলাই মাসে রাশিয়ার নাগরিকদের ডেটা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর রাশিয়া সীমান্তের ভিতরেই সংরক্ষণ করতে হবে এমন আইন পাশ করে দেশটির সংসদ। ওই আইনের সঙ্গে গুগলের সাম্প্রতিক পদক্ষেপের যোগসূত্র খুঁজে পাচ্ছেন সমালোচকদের কেউ কেউ।

ক্রেমলিনের দাবি, রাশিয়ান ব্যবহারকারীদের ডেটা নিরাপত্তা নিশ্চিত করবে নতুন আইন। তবে সমালোচকরা মনে করছেন, এই আইনের সুযোগ নিয়ে ব্যবহারকারীদের স্বাধীনতার উপর হস্তক্ষেপ করা হবে। নতুন এই আইনের আওতায় কর্তৃপক্ষ চাইলেই যে কোনো ওয়েবসাইট ব্লক করতে পারবে।