অ্যামাজন অ্যাপ ‘নিখোঁজ’!

প্লে-স্টোরের সার্চ তালিকা থেকে অ্যামাজন অ্যাপ বাদ দিয়েছে সার্চ জায়ান্ট গুগল। বলা হচ্ছে, অ্যামাজন অ্যান্ড্রয়েড অ্যাপ থেকে সরাসরি শীর্ষ ই-কমার্স প্রতিষ্ঠানটির নিজস্ব অ্যাপ-স্টোরের কনটেন্ট ডাউনলোড করার ফিচার থাকায় এই পদক্ষেপ নিয়েছে গুগল।

শাহরিয়ার হাসান পরশ, বিডিনিউজটোয়েন্টিফোরডটকমবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Dec 2014, 01:03 PM
Updated : 13 Dec 2014, 01:03 PM

তবে সার্চ তালিকা থেকে বাদ দিলেও প্লে-স্টোর থেকে অ্যামাজন অ্যাপ মুছে দেয়নি গুগল। প্লে-স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করতে চাইলে ব্যবহারকারীকে তা করতে হবে ‘ডিরেক্ট লিংকে’-এর মাধ্যমে।

সিএনএন জানিয়েছে, সেপ্টেম্বর মাস থেকে প্লে-স্টোরে ডাউনলোড করা অ্যাপের মাধ্যমে নিজস্ব অ্যাপ-স্টোরের অ্যাপ ও কন্টেন্ট সরাসরি ডাউনলোড করার সুযোগ দিচ্ছিল অ্যামাজন। আর এ ব্যাপারটি ভালোভাবে নেয়নি গুগল।

এর মাধ্যমে অ্যামাজন আসলে গুগলের প্লে-স্টোরের বাজারে অনুপ্রবেশের চেষ্টা করছিল বলে মন্তব্য করেছে সিএনএন।

গুগল প্লে-স্টোরে ‘অ্যামাজনস অ্যাপের’ স্থানে যোগ হয়েছে নতুন অ্যাপ ‘অ্যামাজন শপিং’। অ্যামাজনের মূল অ্যাপের সঙ্গে এর পার্থক্য, এই অ্যাপ থেকে সরাসরি অ্যামাজনের অ্যাপ স্টোর থেকে কিছু ডাউনলোড করার সুযোগ নেই।