জাকারবার্গের বিবেচনায় ‘ডিজলাইক’

ফেইসবুকে কারও পোস্ট বা ছবিতে ‘লাইক’ দেওয়ার ফিচারের সঙ্গে সবাই পরিচিত। এবার এর সঙ্গে ‘ডিজলাইক’ ফিচার যোগ করার কথা ভাবছেন ফেইসবুক প্রধান মার্ক জাকারবার্গ।

আজমল বশির শিহাববিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Dec 2014, 11:52 AM
Updated : 13 Dec 2014, 11:52 AM

বিবিসি জানিয়েছে, সম্প্রতি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত এক প্রশ্নোত্তর পর্বে ‘ডিজলাইক’ ফিচারটি যোগ করার সম্ভাবনা নিয়ে কথা বলেন মার্ক জাকারবার্গ। ব্যবহারকারীদের কাছ থেকে এখন পর্যন্ত পাওয়া অনুরোধের মধ্যে ‘ডিজলাইক’ ফিচার চালু করার অনুরোধই সবচেয়ে বেশি বলে জানান তিনি।

কাউকে ছোট না করে ডিজলাইক ফিচার ব্যবহারের উপায় খোঁজা দরকার বলেও মন্তব্য করেন জাকারবার্গ।

ফেইসবুক হেডকোয়ার্টারে ওই প্রশ্নোত্তর পর্বে জাকারবার্গ বলেন, “অনেক সময় মানুষ ফেইসবুকে তাদের কষ্টের মুহূর্তগুলো শেয়ার করে । এক্ষেত্রে ‘লাইক’ ফিচারটি সবসময় যথাযথ অনুভূতি প্রকাশে উপযুক্ত নয় বলে মনে করেন অনেকেই। আমি মানুষের অনুভূতি প্রকাশের সুযোগ বাড়ানো গুরূত্বপূর্ণ বলে মনে করি।”