চলছে বেসিসের বিজনেস সফটওয়্যার শোকেইস

বৃহস্পতিবার থেকে রাজধানীতে শুরু হয়েছে ‘বিজনেস সফটওয়্যার শোকেইস’ শীর্ষক  সফটওয়্যার প্রদর্শনী। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড  ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর উদ্যোগে বিসিএস কম্পিউটার সিটির নিচতলায় অনুষ্ঠিত হচ্ছে তিনদিনব্যাপী এই প্রদর্শনী।

আব্দুল্লাহ জায়েদবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Dec 2014, 12:47 PM
Updated : 12 Dec 2014, 12:47 PM

এক সংবাদবিজ্ঞপ্তিতে বেসিস জানিয়েছে, সুনির্দিষ্ট বিষয় বা শিল্পকেন্দ্রিক সফটওয়্যার প্রদর্শনীর লক্ষ্যে বেসিসের উদ্যোগে নিয়মিত আয়োজনের অংশ হিসেবে অনুষ্ঠিত হচ্ছে ‘বিজনেস সফটওয়্যার শোকেইস’। গার্মেন্ট ও টেক্সটাইল শিল্পের  সফটওয়্যার প্রদর্শন করা হচ্ছে এবারের প্রদর্শনীতে। সফটওয়্যার প্রদর্শন করছে বেসিসের সদস্য ৮টি প্রতিষ্ঠান।

আয়োজনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো হল-- অ্যাডভান্সড ইআরপি (বিডি) লিমিটেড, বেস্ট বিজনেস বন্ড লিমিটেড, সিএসএল সফটওয়্যার লিমিটেড, লজিক  সফটওয়্যার লিমিটেড, লেক্সিনার সলিউশন্স, সিসটেক ডিজিটাল লিমিটেড, মিডিয়াসফট লিমিটেড ও ইউরোবাংলা আইটি।

১১ থেকে ১৩ ডিসেম্বর সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত বিসিএস কম্পিউটার সিটিতে চলবে এই প্রদর্শনী।