প্রোগ্রামিং কোড লিখলেন ওবামা

কেবল মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম আফ্রিকান-আমেরিকান প্রেসিডেন্ট নয়, প্রোগ্রামিং কোড লেখক প্রথম প্রেসিডেন্টের খেতাবটাও এখন বারাক ওবামার।

আজরাফ আল মূতীবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Dec 2014, 12:11 PM
Updated : 11 Dec 2014, 12:11 PM

এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চ জানিয়েছে, সম্প্রতি ‘আওয়ার অফ কোড’ শীর্ষক এক অনুষ্ঠানে কয়েক লাইনের জাভাস্ক্রিপ্ট কোড লিখেছেন ওবামা। মূলত শিশু শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ে আকৃষ্ট করতেই আয়োজন করা হয়েছিল ওই অনুষ্ঠান।

এতে অংশ নিয়ে শিশু শিক্ষার্থীরাও বুঝে নেয় কোড লিখতে তাদের ভালো লাগছে কি না। আর এই অনুষ্ঠানে অংশ নিয়ে জাভাস্ক্রিপ্টের কোডটি লিখেছেন মার্কিন প্রেসিডেন্ট ওবামা।

তবে প্রথম দিনেই পুরোদস্তুর ‘হ্যাকার’ হিসেবে আত্মপ্রকাশ করেননি প্রেসিডেন্ট ওবামা। স্ক্রিনে ছোট একটা বর্গ তৈরির কোড লিখেই ক্ষান্ত দিয়েছেন তিনি।