ড্রোন বানাচ্ছে গোপ্রো

ভিন্নধারার ভিডিওচিত্র রেকর্ড করতে বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি ড্রোনের সঙ্গে গোপ্রোর ক্যামেরাগুলো এরইমধ্যে ব্যবহার করছেন অনেকেই। এবার নাকি নিজেরাই ড্রোন তৈরি করছে এই জনপ্রিয় ‘অ্যাকশন ক্যামেরা’ নির্মাতা প্রতিষ্ঠান।

মামুনুর রশীদ শিশিরবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Nov 2014, 01:22 PM
Updated : 28 Nov 2014, 01:22 PM

দ্যা ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে একাধিক রোটরযুক্ত এই ড্রোনগুলোর দাম পড়বে পাঁচশ’ থেকে ১ হাজার ডলার। গোপ্রোর ড্রোনগুলো বাজারে কী প্রভাব ফেলবে তা এখনও পরিষ্কার নয়। অন্যান্য ড্রোন নির্মাতা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে প্রতিযোগিতায় নামলে ওই প্রতিষ্ঠানগুলো তাদের পণ্যে গোপ্রোর ক্যামেরা ব্যবহারের সুবিধা দেয়া বন্ধ করে দিতে পারে বলে ধারণা করছে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল ডটকম।

গোপ্রোর ড্রোনগুলো চেয়ে আরও সাশ্রয়ী দামে ড্রোন পাওয়া যায় বাজারে। ডিজিআইয়ের ফ্যানটম ড্রোনগুলো পাওয়া যায় ৫৭৯ ডলারে। আর প্যারোট মিনিড্রোনগুলো বিক্রি হয় মাত্র সর্বনিম্ন ৯৯ ডলারে। এইচডি ক্যামেরা নির্মাতা হিসেবে গোপ্রোর সাফল্য ড্রোন বাজারের হিসাব-নিকাশ পাল্টে দিতে পারে বলে মন্তব্য করেছে ম্যাশএবল।